সোমবার, ২০ মে, ২০২৪
27 Nov 2024 11:16 am
রংপুরের হারাগাছ থানা এলাকায় ডিজিটাল ওয়ালেট PayPal এ ডলার বিক্রয়ের নামে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। দীর্ঘদিন ধরে সারাদেশে PayPal এ ডলার বিক্রির কথা বলে অসংখ্য ভূক্তভোগীর সাথে প্রতারণা করে আসছে এ চক্রটি। প্রতারক চক্রটির মূল টার্গেট ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজল্যান্ড ও জাপানে অবস্থানকারী বাংলাদেশী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ মে ২০২৪) রংপুরের হারাগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার প্রতারকের নাম - মোঃ রাশেদুল ইসলাম।
ফিনল্যান্ডে অবস্থানকারী বাংলাদেশী শিক্ষার্থী পলাশ (ছদ্মনাম) ০৫ মে ২০২৪ সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এ ইমেইলের মাধ্যমে অভিযোগ জানান যে, তিনি একটি প্রতারণার শিকার হয়েছেন, যেখানে PayPal এর মাধ্যমে টাকা পাঠানো এবং গ্রহণ করার নামে তার সাথে প্রতারণা করা হয়েছে। ভূক্তভোগীর টিউশন ফির জন্য ডলারের প্রয়োজনে ছিল এবং একটি ফেসবুক গ্রুপে PayPal এ ডলার বিক্রির পোস্ট দেখে তার সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন। এরপর প্রতারক ভূক্তভোগীর PayPal অ্যাকাউন্টে ৫৭১ ডলার পাঠায়। প্রতারক এই সব লেনদেন সে Service বা Payment হিসেবে করে যার জন্য অতিরিক্ত চার্জ যোগ হচ্ছিল। এরপর ভূক্তভোগী পেপ্যালের নিয়ম সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারেন যে ‘Service’ বা ‘Payment’ হিসাবে লেনদেনকৃত অর্থের ক্ষেত্রে ৬০ দিন পর্যন্ত ‘Dispute’ ক্লেইম করা যায় এবং প্রতারক চাইলেই ফেরত নিয়ে নিতে পারবে। এতে ভূক্তভোগী আশংকা পারেন যে তার সাথে প্রতারণা হতে যাচ্ছে। অবশেষে, এপ্রিলের ৩০ তারিখে ভূক্তভোগীর সন্দেহ সত্যি হয় এবং প্রতারক ওই ৫৭১ ডলার এর জন্য ডিসপিউট (Dispute) ফাইল করে।
ভূক্তভোগী কর্তৃক এ ইমেইলের মাধ্যমে অভিযোগ প্রাপ্তির পর সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর একটি চৌকস দল তথ্য ও প্রযুক্তিগত অ্যানালাইসিসের মধ্যমে প্রতারক চক্রের মূল হোতাকে সনাক্ত করে। দেশে আবস্থানকারী ভূক্তভোগীর পিতা মামলা দায়ের করলে নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারক রাশেদুল কে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রতারক রাশেদুল জানায় যে, সে একটি টেলিগ্রাম বট চ্যানেল এ ১৫০ ডলারের বিনিময়ে হ্যাক হওয়া ৩০ টি PayPal অ্যাকাউন্ট বিক্রয় হয়। ঐ বট চ্যানেল থেকে সে PayPal অ্যাকাউন্ট ক্রয় করে সেসব অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকে সেটা দিয়েই সে এই প্রতারণা চালিয়ে আসছে ২০২১ সাল থেকে।তার ক্রয় করা হ্যাকড PayPal অ্যাকাউন্টটি যখন মূল ব্যবহারকারী রিকভার করে নেয় তখন ঐ মূল ব্যবহারকারী ডিসপিউট (Dispute) ফাইল করলে লেনদেনকৃত অর্থ ফেরত চলে যায়।জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, তার এলাকার অর্ধশতাধিক উঠতি বয়সের যুবক এই প্রতারণার সাথে জড়িত।
গ্রেপ্তার রাশেদুল কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড প্রদান করে।রিমান্ড শেষে প্রতারক রাশেদুল কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। প্রতারক রাশেদুল এর সহযোগী অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।