শনিবার, ১৬ মার্চ, ২০২৪
24 Nov 2024 11:57 am
৭১ভিশন ডেস্ক:- শঙ্কা ছিল আগে থেকে। অবশেষে সত্যি হলো সেটাই। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। এই ইনজুরির কারণে আর্জেন্টিনার আসন্ন দুটি প্রীতি ম্যাচে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচটিতে পায়ে চোট পান মেসি। ৫০তম মিনিটে মাঠ থেকে তাকে উঠিয়ে নেয়া হয়। মাঠ ছাড়ার আগে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ মেসির ইনজুরির কথা স্বীকার করেন। তবে সে সময় তিনি ইনজুরি কতটা গুরুতর তা জানাননি। বিভিন্ন পরীক্ষার পর ক্লাবটি এক বিবৃতিতে আর্জেন্টাইন অধিনায়কের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা বলেছে। এর ফলে মায়ামির জার্সিতে পরের ম্যাচে মাঠে নামা হবে না মেসির।
মেসির চোটে পড়া চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে। কারণ আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে কিছুদিন পরই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বজয়ীরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেই দুই ম্যাচে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।