বুধবার, ০৩ জুলাই, ২০২৪
03 Dec 2024 11:29 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান জানালেন ক্যারিয়ার নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা। জানালেন
আপাতত তার দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই। তিনি এগোতে চান তিন মাস, ছয় মাসের পরিকল্পনা নিয়ে।
মঙ্গলবার (২ জুলাই) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাকিব আল হাসান বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা। একটা এমএলসি, যেটা এখন খেলতে যাচ্ছি। এরপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি আছে। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’
ক্যারিয়ারের শেষ লগ্নে এসে দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা না করাই ভালো বলে মনে করেন জানিয়ে সাকিব বলেন, ‘এখন ও রকম সময় নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করব। তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। পরবর্তী পরিকল্পনা এরপর। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা।’