বুধবার, ০৩ জুলাই, ২০২৪
03 Dec 2024 11:21 pm
৭১ভিশন ডেস্ক:- ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে রোমানিয়ার বিপক্ষে নেমেছিল নেদারল্যান্ডস।যেখানে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়েছে দিয়েছে ডাচরা।
মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ভার্জিল ফন ডাইকরা। দলের হয়ে দুটি করেন ডনিয়েল মালেন ও বাকি গোলটি করেন কডি গোকপা।
শক্তি-সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা রোমানিয়ানদের বিপক্ষে জয় পেতে তেমন একটা বেগ পেতে হয়নি ডাচদের। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলেছে রোনাল্ড কোম্যানের দল।
বল দখল এবং গোলে শট, সবকিছুতেই রোমানিয়ার চেয়ে ঢের এগিয়ে ছিল ডাচরা। ম্যাচের ৬৬ শতাংশ বল দখলে রেখে গোলে মোট ২৩টি শট নিয়েছে ডাচরা। বিপরীতে রোমানিয়া গোলে শট নিয়েছে ৬টি, এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই ডাচ ফুটবলার জাভি সিমন্সের দারুণ শট রুখে দেন রোমানিয়ার গোলরক্ষক ফ্লোরিন নিতা। ম্যাচের ১৪তম মিনিটে গোলের সুযোগ পায় রোমানিয়া। তবে ডেনিস ম্যানের শট গোলবার ঘেষে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে ডাচরা।
ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। জাভি সিমন্সের দারুণ পাস থেকে ডান দিক থেকে বল নিয়ে ভেতরে ঢোকেন কডি গাকপো। ডি- বক্সের ভেতর ডান পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এতে চলতি ইউরোতে ৩ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন গাকপো।
২৬ মিনিটে আবারও সুযোগ পায় নেদারল্যান্ডস। এবার স্টিফেন ডি ভ্রিজের হেড সামান্য বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে রোমানিয়া গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৫৪তম নিনিটে ডাচদের বদলি খেলোয়াড় ডনিয়েল মালেন ডান পায়ের দূরপাল্লার শট নিলেও তা গোলের দেখা পায়নি।
৫৮তম মিনিটে ভির্গিল ফন ডাইকের হেড গোলবারে লেগে প্রতিহত না হলে তখনই ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো ডাচরা। ম্যাচের ৬৩তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে আবারো গোল করেন গাকপো। তবে ভিএআরে অফসাইড প্রমাণিত হওয়ার কারণে গোলটি বাতিল হয়ে যায়।
এর মিনিট দশেক পর বাঁ পাশ থেকে ভারমেনের ডান পায়ের শট এক ইঞ্চি বাইরে দিয়ে চলে যায়। ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। এবার স্কোরশিটে নাম লেখান মালেন। গোললাইন থেকে বল নিয়ে ভেতরে ঢোকেন গাকপো। ডি-বক্সে থাকা মালেনের কাছে বল বাড়িয়ে দিলে জাকে জড়ান মালেন। ডাচরা পায় ২-০ গোলের লিড।
২ মিনিট পর মেম্ফিস ডেপায়ের হেড গোলবার ঘেষে বাইরে চলে যায়। ম্যাচের অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথা কাউন্টার এটাক থেকে বল একাই টেনে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের দারুণ শটে গোলকিপারকে বোকা বানান মালেন। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।
অবশেষে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ডস। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো রোমানিয়াকে।
আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে নামবে নেদারল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া কিংবা তুর্কির মধ্যে যে কোনো একদল।