বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
22 Nov 2024 01:01 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে মাদক সেবনের দায়ে চার মাদক সেবীর জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেল ৫টায় সান্তাহার রেলওয়ে হাসপাতালের সামনে ভ্রাম্যমান আদালত এ রায় দেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত মঙ্গলবার বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের নেতৃত্বে সান্তাহার মাদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক শামীমা আক্তার তার টিম নিয়ে সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান।
অভিযানে সান্তাহার রেলওয়ে হাসপাতালের সামনে চার মাদক সেবীকে আটক করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদমদীঘি উপজেলার চাঁপাপুরের আব্দুল আলিমের ছেলে বায়েজিদ (২৪) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা, সান্তাহার চা-বাগান এলাকার আসকর প্রামানিকের ছেলে মজনু প্রামানিককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা, হাউজিং কলোনীর আইয়ুব আলীর ছেলে সোহাইব হাসান (৩২) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং একই এলাকার মমতাজুল ইসলাম মিঠুর ছেলে মেহেদী ওরফে পিএস (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ হাজার টাকা জরিমানা করেন। সান্তাহার সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি