বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
31 Jul 2025 06:54 pm
![]() |
(সংবাদ বিজ্ঞপ্তি):-ঢাকা - ০৯ জানুয়ারি ,মঙ্গলবার, ২০২৪ আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।
আগামীকাল সকাল ১০ টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বার্তা প্রেরক-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।