সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪
22 Nov 2024 10:07 pm
৭১ভিশন ডেস্ক:- জার্মানি এবং বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৮ জানুয়ারি) এই কিংবদন্তির মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সাম্প্রতিক কালে বেশির ভাগ ফুটবলার যে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, সেই পার্কিনসন রোগেই ভুগছিলেন তিনি। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকে বেকেনবাওয়ারের শরীর ক্রমশ খারাপ হতে পারে। ক্রমশ সব কিছু ভুলে যেতে থাকেন। হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল তার।
এক বিবৃতিতে জার্মান কিংবদন্তির পরিবার জানিয়েছে, 'গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যে মারা গিয়েছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার সঙ্গেই ছিল। আশা করি সবাই তার পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।'