রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 03:55 am
৭১ভিশন ডেস্ক:- ছোটবেলা থেকেই শিশুদের ভালো অভ্যাসগুলোর আয়ত্ত করতে হয়। শিষ্ঠাচার শেখাতে হয়, ভালো-খারাপের পার্থক্য শেখাতে হয়। সবকিছুই শিশু শিখে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে। তেমনি শিশুরা গল্পের বই পড়ার অভ্যাসওটাও শেখে বড়দের অনুকরণ করে। বড়দের যেমনটা করতে দেখবে তা থেকেই শিখবে তারা। সেই অভ্যাসগুলোই আয়ত্ত করবে।
শিশুরা বই পড়ায় অভ্যস্ত হলে চিত্তবিনোদনের পাশাপাশি মনের ভেতর তৈরি হয় নতুন শব্দভাণ্ডার। একটি ভালো বই পড়ার সময় এর চরিত্র, পরিবেশ-সব কিছু মস্তিষ্ক একটা সিনেমার মতো চোখের সামনে উপস্থাপন করে। এতে বাড়ে কল্পনাশক্তি। তাই এখানে শিশু ও বাড়ন্ত শিশুদের সঙ্গে কীভাবে আনন্দের সঙ্গে বই পড়া যায়, সে সম্পর্কে অভিভাবকদের জন্য কিছু উপায় বলা হয়েছে। শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রথম এবং সেরা পন্থা হলো–একসঙ্গে মজা করে বই পড়া। শিশুদের যখন বইগুলোর সঙ্গে ইতিবাচক সংযোগ তৈরি হয়, তখন তারা বই পড়া সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে। যা পরবর্তীতে তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
আপনার শিশু বা বাড়ন্ত সন্তানের শৈশবে বই পড়ায় অভ্যস্ত করে তোলার জন্য আরও কিছু উপায় তুলে ধরা হলো:
গল্প শেষ না করলে চিন্তিত হবেন না- ছোট শিশুরা খুব স্বল্প সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোযোগের সময়সীমা বাড়তে থাকে। আপনার শিশুকে সিদ্ধান্ত নিতে দিন, সে কত সময় ধরে পড়তে চায়। এবং আপনার প্রতিটি পৃষ্ঠা পড়ার দরকার নেই।
আপনি হয়ত লক্ষ্য করে দেখবেন, আপনার শিশু বইয়ের কোন একটি পাতা পছন্দ করছে বা তার একটি প্রিয় ছবি আছে। তার হয়ত ওই পাতায় বেশি সময় ধরে থাকছে। এতে আপনি উদ্বিগ্ন হবেন না। কারণ আপনি যখন আপনার শিশুকে তার ইচ্ছামত বইটি পড়তে বা তার সঙ্গে থাকতে দিচ্ছেন, তখন তার বই পড়ার আগ্রহ বহুগুণে বেড়ে যায় এবং অর্থবহ হয়।
ছবি নিয়ে কথা বলুন বা গান করুন- গল্প বলতে গেলে আপনাকে সব সময় শব্দ করে পড়তে হবে, এমন কোনও কথা নেই। আপনার সন্তানের জন্য বইয়ের ছবিগুলো 'পড়ার' বা ব্যাখ্যা করার চেষ্টা করুন। গল্প বলার সময় গানও করতে পারেন। যখন আপনার শিশু যথেষ্ট বড় হবে, তখন তাকে ছবিগুলো ব্যাখ্যা করতে বলুন।
শিশুদের বইয়ের পাতা ওল্টাতে অনুপ্রাণিত করুন- শিশুরা কম বয়সে নিজ থেকে বইয়ের এক পাতা থেকে পরবর্তী পাতায় যেতে পারে না। তবে ১৮ মাস বয়সে তারা বইয়ের পাতা ওল্টানোর চেষ্টা করে এবং বয়স যখন ৩ বছর হবে–ততদিনে সে নিজে থেকে পাতা ওল্টাতে শিখে যায়।
শিশুদের বইয়ের কভার পৃষ্ঠাটি দেখান- বইয়ের কভার পৃষ্ঠা দেখিয়ে ভেতরের গল্প কেমন হবে, তা তাদের কাছে বলুন। আপনার শিশু যদি একটু বড় হয়, তবে গল্পটি আর কী ধরনের হতে পারে - তা অনুমান করতে বলুন।
শিশুদের শব্দগুলো দেখান- আপনি যখন পড়ছেন, তখনই অক্ষরগুলোর ওপরে আঙুল রেখে বাম থেকে ডানে নিয়ে যান।
গল্পটি জীবন্ত করে তুলুন- গল্পের চরিত্রগুলোর জন্য আলাদা আলাদা কণ্ঠস্বর তৈরি করুন। গল্পটি বলার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করুন, যেন গল্পের প্রতিটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে।
ব্যক্তিগত অভিজ্ঞতা যুক্ত করুন- বই পড়ার সময় গল্প বলার ছলে আপনার নিজের পরিবার, পোষা প্রাণী বা সম্প্রদায় সম্পর্কে কথা বলুন।
গল্পের বিষয়ে জিজ্ঞাসা এবং প্রশ্ন করুন- আপনার সন্তানের সঙ্গে কথোপকথনের সময় গল্পটি নিয়ে কথা বলুন। আপনি গল্পের চিত্রগুলিতে যা দেখেন বা গল্পে যা পড়েন, কথোপকথনের সময় তা নিয়ে কথা বলুন। আপনার সন্তানের কাছে মতামত জানতে চান, গল্পের বিষয়ে প্রশ্ন করুন।
পরিশেষে কথা একটাই, শিশুরা যদি আনন্দের সঙ্গে বই পড়া উপভোগ করে, তাহলে তারা সবচেয়ে বেশি ভালো শিখতে পারবে।