রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
24 Nov 2024 12:16 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধায় বিজয় দিবসের অনুষ্ঠান কাভার করতে গিয়ে পুলিশ কর্মকর্তার হাতে ডিবিসি টেলিভিশনের গাইবান্ধার ভিডিও জার্নালিষ্ট মোকছেদুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ছবি নেওয়ার সময় এঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানে গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার কামাল হোসেন উপস্থিত ছিলেন।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) হিসেবে দায়িত্বপালন করছেন।
মানবন্ধনে উপস্থিত সাংবাদিকরা জানান, সকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বিজয় দিবসের সংবাদ সংগ্রহে করতে যান গণমাধ্যমকর্মীরা। সেখানে বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শনের সময় অন্যদের মতোই ছবি নিচ্ছেলেন ডিবিসির ভিডিও জার্নালিস্ট মোকছেদুর রহমান। এসময় হঠাৎ বি সার্কেল আব্দুল্লাহ আল মামুন মোকছেদের ট্রাইপট ধরে সরে দেওয়ার চেষ্টা করেন এবং অশালীন ভাষায় কথা বলেন। এর প্রতিবাদ করলে তিনি মোকছেদুরকে ধাক্কা দেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাকে লাথি মারতে চান। পরে উপস্থিত সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক ও গাইবান্ধার স্থানীয় দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম জানান, বি সার্কেল (আব্দুল্লাহ আল মামুন) মোকছেদুরকে ধাক্কা দিয়েছেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে লাথি মারতে চেয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।মানবন্ধনে উপস্থিত সাংবাদিকরা জানান, সকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বিজয় দিবসের সংবাদ সংগ্রহে করতে যান গণমাধ্যমকর্মীরা। সেখানে বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শনের সময় অন্যদের মতোই ছবি নিচ্ছেলেন ডিবিসির ভিডিও জার্নালিস্ট মোকছেদুর রহমান। এসময় হঠাৎ বি সার্কেল আব্দুল্লাহ আল মামুন মোকছেদের ট্রাইপট ধরে সরে দেওয়ার চেষ্টা করেন এবং অশালীন ভাষায় কথা বলেন। এর প্রতিবাদ করলে তিনি মোকছেদুরকে ধাক্কা দেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাকে লাথি মারতে চান। পরে উপস্থিত সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক ও গাইবান্ধার স্থানীয় দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম জানান, বি সার্কেল (আব্দুল্লাহ আল মামুন) মোকছেদুরকে ধাক্কা দিয়েছেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে লাথি মারতে চেয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।মানববন্ধন শেষে সাংবাদিকরা শহরের ১নং মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় রাস্তার দু-পাশে যানজট লেগে যায়। পরে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিষয়টি আলোচনা ও সঠিক বিচারের আশ্বাস দিলে সাংবাদিকরা রাস্তা অবরোধ কর্মসূচি তুলে নেয়।
এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফোনে এমন ঘটনা অস্বীকার করে বলেন, এরকম কিছু হয়নি। আমি তাকে ধাক্কা দেইনি বা কোনো গালিগালাজ করিনি। কেউ যদি এরকমভাবে এখন বলে কী আর করার থাকে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আজকে অনেক লোকই মোবাইল, ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছিলো। আমরা সবাইকে সরতে বলছিলাম। তারমধ্যে উনি স্ট্যান্ডসহ ক্যামেরা নিয়ে মাঝখানে গেছেন। তখন আমি তার স্ট্যান্ডটা ধরে সরাতে বলেছি। কিন্তু উনি (মোকছেদ) আমারে 'এমন ঝাড়ি (আচরণ) মেরেছেন, কী আর বলবো! জানি না উনি আমারে চিনে এমন করেছেন, নাকি না চিনে করেছেন বলে যোগ করেন তিনি।