বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
17 Apr 2025 03:10 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ঢাকা- ১৮ অক্টোবর, বুধবার, ২০২৩ আগামীকাল ১৯ অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মতিঝিল থানার সভাপতি মোঃ জুবের আলম খান রবিন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা পুনঃতদন্তের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং সঞ্চালনা করবেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
প্রতিবাদ সমাবেশে সংবাদ সংগ্রহ/প্রচার ও সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ করছি।