বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
26 Nov 2024 12:25 am
৭১ভিশন ডেস্ক:- বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়ার পর গুঞ্জন ওঠে এর পেছনে নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। অবশেষে সে বিষয়ে মুখ খুললেন সাকিব।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে সাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে তামিমের বাদ পড়ার প্রসঙ্গে কথা বলেছেন সাকিব। বিভিন্ন বক্তব্যে তিনি ইঙ্গিত করেছেন, তামিমের বাদ পড়ার পেছনে দায়ী নন তিনি।
সাকিব বলেন, 'আমি তো দল পরিচালনা করি না। ড্রেসিংরুমের পরিবেশের ব্যাপার আছে, মাঠ এবং মাঠের বাইরের বিষয় আছে, একটা লম্বা প্রসেসে দল ঠিক করা হয়। এটা আমি কিভাবে করি!'
এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন টিম ম্যানেজমেন্টকে তামিম জানিয়েছিলেন তিনি পুরোপুরি ফিট নন। যে কারণে সেটি মেনেই সামনের পরিকল্পনা সাজানোর কথা স্পষ্ট করে বলে দিয়েছিলেন।