বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৩
22 Nov 2024 06:53 am
মেসি-নেইমার-এমবাপ্পেত্রয়ী নিয়েও চলতি মৌসুমে স্বস্তি নেই পিএসজি শিবিরে। লিগে শেষ ২ ম্যাচে জয়বঞ্চিত তারা। আরেকটি ম্যাচ হারলেই টেবিলের শীর্ষস্থানটা বর্তমান লিগ চ্যাম্পিয়নদের হারাতে হতে পারে। মঁপেলিয়ের বিপক্ষে নামার আগে এমন সমীকরণ বড় চাপ তৈরি করছে পিএসজি শিবিরে।
পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করার মিশনে পিএসজি একাদশে পাচ্ছে না নেইমারকে। চোটের কারণে মাঠের বাইরে থাকবেন তিনি। তবে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির কোনো ইনজুরি না থাকায় মঁপিলিয়েরের বিপক্ষে থাকছেন তারা।
অবশ্য পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা দলটির সঙ্গে সবশেষ সাক্ষাৎটা আত্মবিশ্বাস জোগাবে পিএসজিকে। নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে বড় জয় এনে দিয়েছিল গ্যালতিয়েরের দলকে। সঙ্গে বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেও সে ম্যাচে বল জালে পাঠান।
লিগে টানা ৩ হারের পর সবশেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মঁপিলিয়ে। দলটির বিপক্ষে শেষ ৬ লিগ ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি। ৩ জয়ের বিপরীতে তাদের হার ২টি।