মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
02 Aug 2025 08:47 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। মঙ্গলবার (১১ জুলাই) তার জন্মদিন।
তবে এ দিনটি নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই তার। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনও আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই।
এদিকে কুরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনও ধরনের কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনও হয়নি। জানিয়েছেন, এখনও বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও কাউকে দেননি।
কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনও আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা নিয়মিত করে যাচ্ছি।
তবে নতুন কোনও কাজ করলে অবশ্যই দর্শক ভক্তরা জানতে পারবেন বলে জানান নায়িকা।