মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
03 Dec 2024 10:39 pm
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে অভিযোগের আঙুল তুলেছেন স্বামী শরিফুল রাজের দিকে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ থেকেছেন নিশ্চুপ। অবশেষে তিনি ‘মুখ খুললেন’।
আজ মঙ্গলবার ভোররাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। আর তা নিয়ে বিনোদন অঙ্গনে চলছে জল্পনা-কল্পনা। স্ট্যাটাসে রাজ লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গায়েস, আই লিভ ইন ঢাকা। আই উড লাভ টু চিয়ার্স’।
এই স্ট্যাটাসের পর নেটিজেনদের মনে প্রশ্ন, এই অভিনেতা কোন গডফাদারদের চিনতে চাইছেন? কেন চাইছেন? হঠাৎ এমন স্ট্যাসের কারণ কী?
এ বিষয়ে এখনো গণমাধ্যমে মুখ খোলেননি রাজ। তবে তিনি বলেছিলেন, ‘চুপচাপ থাকতে চাই। পরীর এসব আমি আটকাতে বা থামাতেও চাই না। পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।’
রাজ চুপ থাকতে চাইলেও পরীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না সেটি স্পষ্ট। স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগবে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’
এর আগে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে গত ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।