বুধবার, ২১ জুন, ২০২৩
24 Nov 2024 10:46 am
৭১ভিশন ডেস্ক:- জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা'র রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে বলেছেন, জাতীয় পার্টি ভাঙার নয় গড়ার, বিভেদ নয় ঐক্যের, ধ্বংস নয় উন্নয়নের, জ্বালাও-পোড়াও নয় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সেই রাজনীতি শিখিয়েছেন।
তিনি আজ পার্টির গুলশানস্থ কার্যালয়ে নোয়াখালী জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
প্রধান অতিথি গোলাম মসীহ্ আরও বলেন, আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে এবং যে কোন রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সেই কারণে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটা কর্মীকে দলের কর্মসূচীতে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অতীতের সোনালী শাসনামলের কথা এবং যে-সকল গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কাজ তিনি করেগেছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের কাছে সেই কর্মকান্ডের কথা তুলে ধরতে হবে। বর্তমান প্রজন্মের রাজনৈতিক কর্মীরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশ গড়ার ইতিহাস জানতে পারলে জাতীয় পার্টি করতে উদ্ভুদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাবেক এমপি এম এ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, আবদুল আজিজ চৌধুরী, মোহাম্মদ ইসরাফিল মিয়া, নোয়াখালী জেলার জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ্যাড মোঃ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিম রাজু, সদস্য রফিকুল্লাহ, আবদুর রহিম বাবলু, মোস্তফা মেম্বার, মোজাম্মেল হোসেন ও কামাল হোসেন প্রমুখ।