শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
31 Jul 2025 12:11 am
![]() |
(সংবাদ বিজ্ঞপ্তি):- ঢাকা- ৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩ আগামী ০২ অক্টোবর,২০২৩ সোমবার জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র ২য় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র রুহের মাগফিরাত কামনায় আগামী ০২ অক্টোবর, ২০২৩ সোমবার দুপুর ১:৩০ টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে এক দো'আ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দো'আ মাহফিলে জাতীয় পার্টি পরিবারের সকলকে উপস্থিত থেকে দো'আয় শরীক হওয়ার জন্য মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র একমাত্র সন্তান পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।