বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩
08 Apr 2025 09:40 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সরিষাবাড়ী-৪ আসনে শতাধিক যুবক বিভিন্ন দল থেকে জাতীয় যুবসংহতিতে যোগদান করেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা শিমলাবাজার জাতীয় পার্টি কার্যালয়ে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী ও সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় যুবসংহতিতে শতাধিক যুবক যোগদান করেন।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আলম সেলিমেরর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস ছাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব প্রকৌশলী এস এম জিল্লুর রহমান জনিসহ আরও অনেকেই। অনুষ্ঠানে জেলা ও উপজেলার জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।যোগদান অনুষ্ঠানে জাতীয় পাটির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, আমরা গনতন্ত্রের বিশ্বাসী , ন্যায়বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। আজ বিভিন্ন দলের কলঙ্ক কালিমার লেপন থাকলেও জাতীয় পার্টির কোনো বদনাম নেই। জাতীয় পার্টি একটি সু- সংগঠিত দল, আমাদের দলে কোন সন্রাসী কার্যকলাপ নেই। আপনার যারা আজ জাতীয় যুবসংহতিতে যোগদান করেছেন তাদের অভিনন্দন।