বুধবার, ০৭ জুন, ২০২৩
27 Nov 2024 01:43 pm
অবশ্য ভারতের সমস্যার সমাধান দিতে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তাতেও নাকি সমাধান মিলছে না। এখন ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, আসন্ন এশিয়া কাপের ভবিষ্যৎ কি?
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজিম শেঠি হাইব্রিড মডেলের প্রস্তাব রাখে। সে অনুযায়ী, টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। ভারতের ম্যাচসহ বাকিগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে (আরব আমিরাত বা শ্রীলংকা)।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, পাকিস্তানের প্রস্তাবিত ওই হাইব্রিড মডেলের এশিয়া কাপে অনাস্থা জানিয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। পুরো আসরটি নিরপেক্ষ ভেন্যু বা এক দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে এই তিন দেশের ক্রিকেট বোর্ড।
এদিকে নাজিম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলটি যদি বাতিল হয় তবে আসর থেকে আয়োজক পাকিস্তান সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। পিসিবির সামনে তখন নাকি দুটো পথ খোলা থাকবে, হয়তো নিরপেক্ষ ভেন্যুতে খেলা নয়তো নাম প্রত্যাহার করা। ধারণা করা হচ্ছে, পাকিস্তান দ্বিতীয় পথই বেছে নেবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানায়, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী সদস্যরা চলতি মাসের শেষে ভার্চুয়ালি বা সরাসরি একটি আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। তবে এরই মধ্যে পিসিবি জেনে গেছে যে, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান বোর্ড হাইব্রিড মডেলের পক্ষে নেই।’