রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 06:14 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা ও ১০০০ (এক হাজার) পিস এ্যাম্পলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ০৮/০৪/২০২৩ খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গোকুল ইউনিয়ন সংলগ্ন জনৈক মোঃ আঃ মালেক ১নং সাক্ষী এর মুদি দোকানের সামনে মহাস্থান হইতে বগুড়া শহরগামী পাঁকা রাস্তার উপর গ্যাস সিলিন্ডার এর মধ্যে হইতে ০৪ (চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ সাইফুল ইসলাম @ ছইফুল (৩৫) পিতা-মৃত ছকিম উদ্দিন, সাং-পশ্চিম ফুলমতি, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
এছাড়া বগুড়া ডিবির একই টিম ইং ০৮/০৪/২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গকুল ইউনিয়ন বাঘোপাড়া বন্দর শহীদ দানেশ স্কুল এন্ড কলেজের পিছনে ঢাকা টু রংপুরগামী মহাসড়কের নিকট বাঘোপাড়াগামী গ্রামের পাঁকা রাস্তার উপর হইতে ১০০০ (এক হাজার) পিস এ্যাম্পলসহ আসামী ১। মোঃ গোলাপ মিয়া (৩৫) পিতা- মোঃ গোলজার হোসেন @ তোতা মিয়া, সাং-বিশ্নপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903