শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
28 Aug 2025 02:50 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষ মসজিদে ইট পাটকেল নিক্ষেপ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের নারী পুরুষসহ অন্তত ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১০জনকে আদমদীঘি বগুড়া ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার (৭ এপ্রিল) জুম্মার নামাজের আগ মুহুর্তে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ঘোড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপের পরিস্থিতি শান্ত করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির ঘোড়াদহপাড়া গ্রামের ফারুক হোসেন ও রুবেল শাহ-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে দুটি পক্ষের লোকজনের মধ্যে চাপা ক্ষোপের সৃষ্টি ছিল। গত শুক্রবার বেলা ১২ টায় দুই পক্ষের লোকজন জুম্মার নামাজ আদায়ে যাবার সময় নতুন মসজিদের সামনে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষ চলাকালে তাদের নিক্ষেপ করা ইট পাটকেল মসজিদে উপড় পড়ে। এতে অপর মুসল্লিরা আতংকের মধ্যে জুম্মার নামাজ আদায় করেন। সংঘর্ষে দুই পক্ষের নারী পুরুষসহ অন্তত ২৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর ১০জনকে আদমদীঘি বগুড়া ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। হাসপাতালে ভর্তিকৃতরা হলো, উভয় পক্ষের ইউনুছ আলী, হেলেনা বেগম, রহিমা বেগম, আব্দুর রাজ্জাক, রেজা শাহ, রফিকুল শাহ, রইছ শাহ, রাজু শাহ ও ফজলু শাহ। ফারুক হোসেন ও অপরপক্ষ রুবেল শাহ জানান, প্রতিপক্ষের লোকেরা হামলা করায় এ ঘটনাটি ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ ঘটনায় আব্দুর রহিম বাদি হয়ে ১৪জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং অপরপক্ষের মামলা রুজুর প্রস্ততি চলছে।