শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 09:36 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের গোপালপুর মৌজাস্থ এসবিপিডিএফ মৎস্য প্রকল্পটি একটি সংবদ্ধ চক্র কর্তৃক জোরপূর্বক দখল করার চেষ্টা করায় ভূক্তভোগী আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ কর্তৃক পীরগঞ্জ থানায় অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, ভূক্তভোগী আবু জাহিদ নিউ প্রায় ৩২ বছর যাবৎ আমেরিকায় পরিবার-পরিজন সহ সেখানেই বসবাস ও ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছে। সেই সুযোগে পীরগঞ্জ থানাধীন কাবিলপুর ইউনিয়নের টুকনীপাড়া গ্রামের মৃত আবু তৈয়ব সাদেক এর পুত্র প্রতিপক্ষ আব্দুল্যাহেল কাফি (৬৭), আবুল কালাম আজাদ (৪২), আবুল খায়ের মো. শামীম (৫২), রবিউল ইসলাম, কাবিলপুর গ্রামের সাহেব মিস্ত্রির পুত্র জাহিদুল ইসলাম (৫৫), একই গ্রামের খমুর উদ্দীনের পুত্র শহিদুল ইসলাম (৬২), পলাশবাড়ী থানাধীন চেরেঙ্গা গ্রামের খন্দকার রেজাউল করিম তোহা’র পুত্র শফিউল উমান রিপন (৩৫) গত কয়েক দিন ধরে উক্ত মৎস্য প্রকল্পে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক মাছ উত্তোলন সহ জমি দখলের চেষ্টা করে আসছে। প্রতিপক্ষগণ প্রকল্পের ম্যানেজারসহ অন্যান্যদের বাঁধা নিষেধ করে এবং অকথ্যভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
ফতিপূর্বে প্রতিপক্ষগণের বিরুদ্ধে মাছ চুরি সহ কয়েকটি মামলা যার নং- অন্য-১১৯/২২, সি.আর-১৬৬/২২, এম.আর- ১৩০/২২, ক্রিঃরিঃ- ২২৬/২২ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। প্রতিপক্ষরা আইনের তোয়াক্কা না করে এবং ভুক্তভোগী দেশের বাহিরে থাকায় তার নিজস্ব পুকুরের মাছ চুরি সহ বিভিন্ন প্রকার অপকর্ম করেই চলেছে।
এমতাবস্থায় গত ১ এপ্রিল-২০২৩ সকাল ১০টার দিকে সকল প্রতিপক্ষগণ তার নিজস্ব পুকুর হতে ৮০ হাজার ৫’শ ২০ টাকার মাছ চুরি করে পলাশবাড়ী কালিবাড়ী বাজারে জনৈক পরিমলের মৎস্য আড়তে বিক্রি করে।
বর্তমানে ১৫নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের নির্দেশে তার গুন্ডাবাহিনী অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার উক্ত মৎস্য প্রকল্পে কর্মরত কর্মচারীদের বাড়ীতে গিয়ে তার প্রকল্পে না থাকার জন্য হুমকি দেয়।
এ ব্যাপারে মৎস্য প্রকল্পের মালিক আবু জাহিদ নিউ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি দেশের বাইরে থাকার সুবাদে আমার আপন সহদোর ভাই সহ এলাকার কিছু কুচক্রী মহল আমার ভোগদখলীয় জমি ও মৎস্য প্রকল্প জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করছে। আমি এ বিষয়ে পীরগঞ্জে থানায় অভিযোগ দায়ের করেছি। আমার পৈত্রিক ও ক্রয়কৃত জমি সহ মৎস্য প্রকল্পটি জবর দখলের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, আমি মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।