বুধবার, ২২ মার্চ, ২০২৩
02 Aug 2025 08:45 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পত্রিকা বিক্রেতা মন্টু মিয়ার ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ মার্চ) দিবাগত রাত ৮টায় আদমদীঘির চাটখইর গ্রাম থেকে ইজিবাইকটি চুরি হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় গত বুধবার (২২ মার্চ) একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আদমদীঘির নসরতপুর ইউপির চাটখইর গ্রামের পত্রিকা বিক্রেতা মন্টু মিয়া জানায়, সে পত্রিকা বিক্রি করার পর অবসর সময়ে ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতি দিনের ন্যায় গত সোমবার দিবাগত রাত ৮টায় তার ইাজবাইকটি তার বাড়ির সামনে রেখে বাড়িতে যায়। কিছু পর ফিরে দেখেন ইজিবাইকটি কেবা কারা চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে না পেয়ে থানায় অভিযোগ করেন।