শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:38 pm
বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এই দিনে জন্মগ্রহণ করেন হাজার বছরের কাঙ্ক্ষিত মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকেই তার মধ্যে নেতৃত্ব দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, পরোপকারী এই গুণগুলো তারমধ্যে অত্যাধিক ছিল। সেই ছোট্টবেলার খোকা থেকে এক রক্তাক্ত পথ পেরিয়ে জাতির জনক উপাধিতে ভূষিত হয়েছেন। এই মার্চ মাসেই স্বাধীনতার ঘোষণা করে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে যা চির অম্লান হয়ে থাকবে। বঙ্গবন্ধু বিহীন এই বাংলাদেশ তাঁর দীর্ঘ কর্মময় জীবন অনুসরণ করে আমাদের এই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের এগিয়ে যেতে হবে। মজনু আরো বলেন বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেছিলেন "যে জাতি অর্ধাহারে অনাহারে দিন কাটায়, কথায় কথায় মানুষ গুলি করে হত্যা করা হয়, সে জাতির নেতা হিসেবে আমি জন্মদিন পালন করতে পারি না "। এত বড় হৃদয়ের অধিকারী ছিলেন আমাদের মহান শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর ১০৩ তম জন্মদিনে গভীর শ্রদ্ধা জানাই।
আজ (১৭/৩/২৩) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন।
প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই কর্মসূচীর মধ্যে ভালো এবং খারাপ দুই দিকই রয়েছে। এই কর্মসূচীর ভালো দিকগুলো নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে । আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এর মূলে আছে আমাদের স্বাধীনতা। আর এই স্বাধীনতার মূল নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। বাংলা ও বাঙালি যতদিন থাকবে, ততদিন প্রতিটি মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বাবলু, এডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক,এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, এম এ বাসেদ, অধ্যক্ষ শামসুল আলম জয়,ইমরান হোসেন রিবন,অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু,আবু সুফিয়ান শফিক, আবু ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ,আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, গৌতম কুমার দাস,সহযোগী সংগঠনের পক্ষে আব্দুস সালাম, কামরুল মোরশেদ আপেল, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু,এডভোকেট লাইজিন আরা লিনা, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু,রাকিব উদ্দীন সিজার, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা,আল মাহিদুল ইসলামের জয় প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল।
বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আটটায় দলীয় কার্যালয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, বাদ জুম্মা বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, টি জামান নিকেতা, আব্দুল্লাহ আল রাজি জুয়েল,অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, তৌহিদুল করিম কল্লোল, শ্রমিক নেতা আব্দুস সালাম, কামরুল মোরশেদ আপেল, কৃষকলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাঁতী লীগ রাশেদুজ্জামান রাজন, ছাত্রনেতা সজীব শাহ, আল মাইদুল ইসলাম জয় প্রমুখ। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল কাদের।
বার্তাপ্রেরক:আব্দুল্লাহ আল রাজী জুয়েল দপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা।