শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
02 Aug 2025 09:16 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তি এ কর্মসূচির কথা জানিয়েছেন।
কর্মসূচিতে সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল পৌনে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকাল ৮টায় দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি ।