বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:36 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাূ: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর বেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।বিষয়টি ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু সত্যতা নিশ্চিত করেছেন।
সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী। স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু জানান, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে সাথী বেগম তার ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোর বেলা সাথী বেগম মারা যান। এমন ঘটনা খুবই দুঃখজনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।