সোমবার, ১৩ মার্চ, ২০২৩
02 Aug 2025 04:27 am
![]() |
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- শিক্ষা সফরের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৩ সদস্যের স্বসস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২ টায় মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাশেদ আমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আসেন। এসময় কাস্টমস ও পানামা পোর্টের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর সেখানে তারা কাস্টমস ও পানামা পোর্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।এসময় কাস্টমস কর্মকর্তারা তাদের হিলি স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রাশেদ আমিন, রংপুর কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুন কুমার, হিলি কাস্টমসের উপ কমিশনার বায়জিদ হোসেন,সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,পানামা পোর্টের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী,এনডিসি কোর্সের স্বসস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।শেষে প্রধি দলটি হিলি চেকপোস্টের জিরোপয়েন্টে গেলে সেখানে বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রিডিয়ার জেনারেল বেনজির আহমেদ তাদের অভ্যর্থনা জানান। পরে তারা বিএসএফকে ফুল ও মিষ্টি দেন। পক্ষান্তরে বিএসএফও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
টিম লিডার মেজর জেনারেল রাশেদ আমীন জানান,শিক্ষা সফরের উদ্দেশ্য আমরা দেশের ৪ টি বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করছি। এখান থেকে আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে ৬ জন বিদেশি অফিসার রয়েছেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম