বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
02 May 2025 01:54 am
![]() |
স্টাফ রিপোর্টার : যেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কারনে বিসিবি’র যুব ক্রিকেট লিগের খেলা হতে দিলোনা এবার সেই প্রিমিয়ার লিগ বন্ধ করে স্কুল ক্রিকেট শুরু করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। ১ মার্চ হতে ২৫ মার্চ শহীদ চান্দু স্টেডিয়াম ব্যবহার করতে না দেয়ায় বিসিবি ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদকে হস্তান্তর করেছে। প্রতিবাদে বিক্ষুব্ধ বগুড়াবাসীর প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত রয়েছে।
জানাগেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৮ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব ক্রিকেট লিগ আয়োজন করে। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ২৮ ফেব্রæয়ারী বগুড়া জেলা ক্রীড়া সংস্থা এক পত্রে ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রিমিয়ার ক্রিকেটের জন্য স্টেডিয়াম ব্যবহারের কথা জানায় বিসিবিকে। বিষয়টি নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাথে বিসিবি’র চরম বিরোধে একপর্যায়ে গত বুধবার বগুড়া থেকে সকল মালামাল ও লোকবল ঢাকায় প্রত্যাহার করে নেয় বিসিবি। এরই মধ্যে বগুড়া থেকে প্রত্যাহার করে নেয়া কর্মকর্তা-কর্মচারীদের রাজশাহী এবং রংপুরে নিয়োগ করা হয়েছে।
এদিকে, প্রিমিয়ার লিগ চলাকালেই হুট করে আজ (শুক্রবার) থেকে স্কুল ক্রিকেটের সূচী ঘোষনা করে জেলা ক্রীড়া সংস্থা। প্রিমিয়ার লিগের জন্য বিসিবি’র সাথে লড়াই করে মাঝপথে সেই লিগ বন্ধ করে স্কুল ক্রিকেট চালু করায় ক্রীড়া সংগঠকরা বিষ্ময় প্রকাশ করেছেন। প্রিমিয়ার লিগে অংশ নেয়া একাধিক ক্রিকেটার জেলা ক্রীড়া সংস্থার রহস্যময় আচরণে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে প্রিমিয়ার লিগের একটি দলের কর্ণধার বলেন, লিগ চলাকালে হুট করে এভাবে বন্ধ হয়ে যাওয়া মোটেও ভাল নয়। এতে খেলার ছন্দ পতন হয়। যেই লিগের কারনে বিসিবি’র সাথে এত বড় দূরত্ব তৈরি হলো, শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যুর মর্যাদা হারালো, সেই লিগ বন্ধ হওয়া জেলা ক্রীড়া সংস্থার জন্য লজ্জাস্কর।
এবিষয়ে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম কামাল বলেন, আন্ত:জেলা ক্রিকেট লিগ খেলতে জেলা ক্রিকেট দল নোয়াখালী যাওয়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বন্ধ করতে হয়েছে। জেলা দল ফিরে এলেই আবারও প্রিমিয়ার লিগ শুরু হবে। এই সময়ে মাঠ ফাঁকা থাকবেনা। শুক্রবার থেকে স্কুল ক্রিকেট শুরু হচ্ছে। চলবে ২২মার্চ পর্যন্ত।
অপর দিকে, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু প্রত্যাহারের দাবীতে স্টেডিয়াম চত্বরে মানববন্ধন করেছে জামিল নগর যুব সংঘ নামের একটি সংগঠন। বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জামিল নগর যুব সংঘের সভাপতি এরশাদুল বারী এরশাদের নেতৃত্বে স্টেডিয়াম পার্শ্ববর্তী জামিলনগর, সেউজগাড়ী, মালগ্রামসহ ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।