বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
16 Jan 2025 01:57 am
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ ভারতের কলকাতার হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী বুধবার (০৮ই মার্চ) দুপুরে জেলার ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তার সহধর্মীনি অনুরাধা রানী চৌধুরী উপস্থিত ছিলেন। মন্দির কমিটির উদ্যোগে বিচারপতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে তিনি (বিচারপতি) বলেন, প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দির পরিদর্শন বইতে বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী লিখেছেন, শৈশবে ঠাকুরমা প্রভাবতী দেবী ও ছোট দাদু শ্রীপতি রায় চৌধুরীর মুখে শুনেছি, আমাদের পূর্ব পুরুষের গ্রামের বাড়ি বার্থী। তাদের মুখে গল্পশুনে ছোট বেলা থেকেই বার্থী আসার ইচ্ছেছিলো।
পূর্ব পুরুষদের বাড়ি বার্থী শুনলেও ঠিকানা জানা নেই। তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পূর্ব পুরুষের বাসভূমি মাতৃভূমিতে আসতে পেরেছি, এটাই বড় পাওয়া।
এখানকার মানুষজনের আন্তরিকতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতার হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী বলেন, ভারতে বসবাস করলেও আমাদের পূর্ব পুরুষ এই বাংলাদেশের মানুষ। তাই এদেশের মানুষের জন্য কিছু করতে পারলে সত্যি নিজেকে ধন্য মনে করবো।