বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
15 Mar 2025 12:00 am
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:- আজ ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার দুপুরে গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বলেন, সরকারের সকল ক্ষেত্রে যে দুর্নীতি, লুণ্ঠন ও অনিয়ম চলছে তার ফলেই সিরিজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। দেশে চলছে চরম অব্যস্হাপনা নৈরাজ্য। এর আগে সাইন্স ল্যাবরেটরিতে, তারপর গুলিস্তানে, কয়েকদিন আগে সীতাকুণ্ডে বিস্ফোরণে প্রায় শতাধিক মানুষের প্রাণ গেল অথচ সরকার নির্বিকার। ৯ মাস আগে সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছিল।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ঐ ঘটনায় মামলা হলেও মালিক কর্তৃপক্ষকে মামলার আসামী করা হয়নি, আর বর্তমানে তো মামলাই ডিপফ্রিজে চলে গেছে। এ যেন চরম বিচারহীনতার দেশে পরিনত হয়েছে। রূপগঞ্জে হাসেম ফুডে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ অর্ধশতাধিক মানুষের মৃত্যু ঘটলেও ঐ ঘটনার কোন বিচার এবং দায়ীদের শাস্তি হয়নি।
কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃদ্বয় বলেন, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের মৃত্যু ঘটেছে। এবং শতাধিক মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
নেতৃবৃন্দ বলেন, এভাবে একের পর এক বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে কাঠামোগত হত্যাকাণ্ড সংগঠিত হলেও কোন ঘটনারই সুষ্ঠ তদন্ত, বিচার ও দায়ীদের শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে বেপরোয়া হয়ে ওঠছে। ঢাকা এখন মৃত্যুর নগরীতে পরিনত হয়েছে, মৃত্যুর মিছিলও ক্রমশ বেড়ে চলেছে।
নেতৃবৃন্দ সকল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মাধ্যমে হতাহতের ঘটনার সুষ্ঠ তদন্ত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, এই ঘটনার দায় সরকার এড়াতে পারেনা।