সোমবার, ০৬ মার্চ, ২০২৩
13 Jan 2025 05:52 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকেলে বগুড়ার কাহালুর পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতি করেন দূর্গাপুর ইউ পির সাবেক চেয়ারম্যান ও কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদরুজ্জামান খান বদের।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামুজা সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মো.আব্দুল মান্নান, আল্লামের তাকিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (বাদল), দূর্গাপুর ইউ পি সদস্য আশিকুর রহমান খোকন, সাবেক ইউ পি সদস্য শাহজাহান আলী (জাহানুর) প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (মুক্তার)।