রবিবার, ০৫ মার্চ, ২০২৩
28 Nov 2024 03:29 am
এস এম দৌলত, জেলা প্রতিনিধি,বগুড়াঃ বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। ৪ মার্চ রবিবার বিকেল ৩ টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ১০ দিনব্যাপী মেলা বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া ০৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। মেলা চলবে ১৪ মার্চ ২০২৩ পর্যন্ত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদ্যোক্তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন।তাদের প্রচেষ্টার ফলেই অনেক বেকার সমস্যা দুর হয়েছে এবং তারা দেশের রাজস্ব বাড়াতেই সহায়তা করছেন। আমাদের নতুন প্রজন্মকে চাকুরীর পিছে না ছুটে নিজেদেরকে চাকুরীদাতা হতে হবে। উদ্যোক্তাই পারে শত শত বেকারের চাকুরীর ব্যবস্থা করতে। এ মেলার মাধ্যমে নবীনরা উদ্যোক্তা হতে উৎসাহিত হবে বলে তিনি মনে করেন। আমাদের বগুড়া শিল্পে সমৃদ্ধ। অনেক আগে থেকেই বগুড়া শিল্পে এগিয়ে আছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীনেশ সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া বিসিকের উপ মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী আশরাফুল মোমিন খান,অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম,বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন,বগুড়া বিসিকের সভাপতি টি জামান নিকেতা। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাফায়েত ইসলাম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উইমেন এন্ড ই- কমার্স ফোরামের তহমিনা তনু।
১০ দিন ব্যাপী এই মেলায় ষ্টল রয়েছে ৫০ টি।বগুড়া সহ বাহিরের জেলা হতে আগত উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিক্রয় করবেন বলে জানান মেলা কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্টল ঘুরে ঘুরে দেখেন ও তাদের উদপাদিত পণ্যের খোঁজ খবর নেন।