রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 04:03 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু।
উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
ছাত্র সমাবেশের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান। ছাত্র সমাবেশের প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
কাহালু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা কোরবান আলী, শফিক তালুকদার, আলমগীর আলম কামাল, আবু তালেব সাকি, পৌর যুবদলের আহবায়ক পারভেজ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, আব্দুল করিম, মিলন সরদার, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গোফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।