বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
28 Nov 2024 03:25 am
প্রেস বিজ্ঞপ্তি:- চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বাংলাদেশ সমতা পার্টি একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
আজ (২৭ নভেম্বর) রোজ বুধবার সমতা পার্টি এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের আহ্বায়ক হানিফ বাংলাদেশী ।
বিবৃতিতে হানিফ বাংলাদেশী বলেন, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিকারীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন করে।এ ছাড়া এই ঘটনায় অন্তত ২০ জন আইনজীবী আহত হয়েছেন।আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আদালত প্রাঙ্গণে দুষ্কৃতিকারীর দ্বারা আইনজীবী হত্যার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে হানিফ বলেন, আদালত প্রাঙ্গণে এরকম বিশৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।এমতাবস্থায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানাই।
বার্তা প্রেরক,বেলাল হোসেন,যুগ্ন আহ্বায়ক,সমতা পার্টি