শনিবার, ০৪ মার্চ, ২০২৩
27 Nov 2024 10:00 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ একটি আর্ন্তজাতিক মানের সংগঠন "ব্রম্মপুত্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র " এর গাইবান্ধা জেলা শাখার ১ম প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়৷ গতকাল ৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ টায় গাইবান্ধা পৌর শহীদ মিনারে" ব্রম্মপুত্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র" গাইবান্ধা জেলা শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে৷
ব্রম্মপুত্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি মোক্তাদির রহমান রোমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছোট কাগজ শব্দ এর সম্পাদক বিশিষ্ট কবি সরোজ দেব,আজিমপুর সরকারী কলোনী ( জোন- বি) ঢাকা এর সভাপতি মেহেদী মাসুদ রানা মন্ডল, বিশিষ্ট রাজনীতিবিদ, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাগীব হাসান চৌধুরী হাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাইবান্ধা জেলার সভাপতি এম, সাখাওয়াত হোসেন বিপ্লব, শ্বর্ণামতি নন্দিনি সাহিত্য পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসি বেগম বিউটি, শিক্ষক - গবেষক ও বর্ণ প্রকাশ লি : ঢাকা এর চেয়ারম্যান নন্দিনি লুইজা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাট্য ও সাংস্কৃতিক ব্যাক্তত্ব সহকারী অধ্যাপক শহীদুল্যাহেল কবির ফারুক, আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার, শিশু সংগঠন, সাংবাদিক উত্তম সরকার, অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব আলাল আহমেদ, এসময় গাইবান্ধার জনপ্রিয় ও বিটিভির তালিকা ভুক্ত শিল্পী গণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে ব্রম্মপুত্র নন্দিনি সাহিত্যে ও পাঠচক্র এর পক্ষথেকে ছোট কাগজ শব্দ এর সম্পাদক,বিশিষ্ট কবি সরোজ দেব এর হাত নিকট বিভিন্ন পর্যায়ে ২১ জন গুণীজন তাদের সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদানে সহায়তা করবেন ব্রম্মপুত্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোক্তাদির রহমান রোমান, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) হাসিনা আকতার চায়না, সদস্য, নাফিউন নাহার পুস্প, যন্ত্রসংগীতে সহযোগীতা করেন,তবলায় জাকির খান,কি- বোর্ডে আরিফ হোসেন, প্যার্ডে রাগিব হাসান সন্তু সহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক, লেখক ও সংগীত শিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।