শনিবার, ০৪ মার্চ, ২০২৩
09 Jan 2025 12:24 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।৪ মার্চ দিনব্যাপী (শনিবার) অনুষ্ঠানের
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ২ নং শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সদর উপজেলার আওয়ামী লীগের সহ প্রচারসম্পাদক মন্জুর রাফি, এমজে ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুর রহমান মাসুম, বিশিষ্ট ব্যবসায়ীও সমাজ সেবক আব্দুল আওয়াল আকন্দ,জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ইন্জিনিয়ার কামাল হোসেন, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন লেবু সরকার, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মনজুরুল হক বাচ্চু,অবসরপ্রাপ্ত শিক্ষক হোসেন মাষ্টার, ,শাহ জামাল মাষ্টার,আব্দুল ছাত্তার মাষ্টার
হোসেন, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুজন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল বারী ফকির,হেলাল উদ্দিন, সাংবাদিক শাহ্ আলী বাচ্চু,শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমিন,শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি জিয়াউল হক, ৮নং ওয়ার্ড সদস্য লিটন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আওয়াল।
দিনব্যাপী এ খেলায় ৫০ টি ইভেন্টে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।এছাড়াও বিদ্যালয়ের ছাত্রীগণ অতিথিদের কে নেচে-গেয়ে মনোমুগ্ধকর দেশাত্মবোধক সঙ্গী পরিবেশন করে । প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
উল্লেখ ,বিদ্যালয়ের ২০২১ ও ২০২২ সনে এসএসসি পরীক্ষায় উত্তির্ন জিপিএ ৫ প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীদের মাঝে এমজে ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করেন ফাউন্ডেশনের পরিচালক মাহামুদুর রহমান মাসুম ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আওয়াল।