বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
13 Jan 2025 12:45 am
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহসপতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা জিয়াউর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।