বুধবার, ০১ মার্চ, ২০২৩
27 Nov 2024 06:33 pm
সাপাহার নওগাঁ প্রতিনিধঃ নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন ও বাস্তবায়নে উপজেলার টেংরা কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানোর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সহঃ উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার সহ প্রাণিসম্পদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছাত্র-ছাত্রীদের মাঝে ডিমের গুণাগুণ ও কার্যকারিতা প্রসঙ্গে ব্যাপক আলোচনা ও লেখাপড়ায় উৎসাহিত ও মনোযোগী হওয়ার বিষয়ে পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী উদ্দীপনা যুগিয়েছে।