মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
09 Jan 2025 03:06 am
৭১ভিশন ডেস্ক:-মির্জা ফখরুল ইসলামরা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি করে পর পর পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করেছে। তাঁরাই এখন দুর্নীতি নিয়ে কথা বলছে, যা উনাদের মুখে মানায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার চট্টগ্রামে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের বক্তব্যের জেরে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দ্রব্যমূল্য নিয়ে যে অভিযোগ করছে, সেটিও অমূলক। সারা পৃথিবীতেই মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশে মূল্যস্ফীতি ইউরোপে চেয়ে কম বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে শিশুদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো জনবহুল দেশে এই ধরনের উদ্যোগ নেই। এর আগে মন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এবার চট্টগ্রামের বইমেলায় মোট ১৪৮ স্টলে বই বেচাকেনা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই মেলা।