মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
27 Nov 2024 07:33 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়া সদরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোর পৌনে ৫টা দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাট সদরের একরামুল হকের ছেলে আজিজুল ইসলাম (৩০) ও শামছুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।
র্যাব-১২ সিরাজগঞ্জ তাদরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের বগুড়া-রংপুর মহাসড়কের বারপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ভোরে রংপুর দিকে থেকে আসা ঢাকাগামী একটি মিনি ট্রাকে তিন বস্তায় মুড়ানো ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই ট্রাকে থাকা চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারি পুলিশ সুপার) এরশাদুর রহমান জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা উভয়েই সারাদেশে মাদকদ্রব্য পরিবহনের সাথে জড়িত।