রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
27 Nov 2024 08:39 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা বিকেল ৫ রাত সোয়া ৮ টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
স্থানগুলো হলো সাতমাথা, থানার মোড়, ফতেহ আলি বাজার, কাঁঠালতলা মোড়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম ও খালিদ বিন মনসুর অভিযানটি পরিচালনা করেন।
বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে সড়কে মোটরসাইকেল পার্কিং ও অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান দিয়ে সড়ক ও ফুটপাত দখল করায় ১০ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় সাতমাথা ও থানা মোড় এলাকায় অবৈধভাবে সড়কে পার্কিং করা ২১ মোটরসাইকেলের হেলমেট জব্দ করা হয়। জব্দ হওয়া হেলমেট বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলির জিম্মায় দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মোটরসাইকেলের মালিকদের না পাওয়ায় হেলমেটগুলো জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।