রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
27 Nov 2024 01:31 pm
ফিরোজ হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী থেকে প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃতরা সামজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নিতেন বলে জানায় র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন-বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার (ফকিরপাড়া) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) ও একই উপজেলার পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।
রবিবার (১২ ফেব্রুয়ারি) র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বদলগাছী উপজেলার ভান্ডারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক চক্রের সিন্ডিকেট হিসেবে কাজ করছে। এর মধ্যে নাজমুল হক হচ্ছে এদের মূল হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন। ২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নাম করে ভিকটিম শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দেন।
পরবর্তীতে জয়পুরহাট জেলার আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ওই ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন তিনি। এরপর ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাব-৫ এর একটি অভিযান দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।
আরও বলা হয়, গ্রেপ্তারকৃত নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়নের চাকরি করতেন এবং বর্তমানে অবসরে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তারা। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।