রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:09 pm
৭১ভিশন ডেস্ক:- এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনি ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেন।
স্বর্ণ জয়ের পথে ইমরানুর সময় নেন ৬.৫৯ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।
সেমিফাইনালে অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগীর কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হন ইমরানুর। সেখানে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি, প্রথম হন কাতারের ফেমি সেউন ওগুনোডে।
গত বছর এই ইভেন্টে সার্বিয়ার বেলগ্রেডে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। কাজাখস্তানে শনিবার সকালের হিটে ইমরানুর সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড।
এই ইভেন্টে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।