রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 02:10 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উদ্যোগে শনিবার কলেজ চত্বরে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. শামছুল হক, সহযোগী অধ্যাপক মো. আবু জাফর, প্রভাষক ড. মো. রুহুল আমিন, মো. আবু কাহাফ, মিজানুর রহমান মিজান, মো. সাকিব হাসান, আল আমিন সরকার, মো. এনামুল হক, মো. গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক আরীফা সিদ্দিকা, মো. তৌহিদুল ইসলাম, মোছা. নাহিদ আকতার, শিরিন আক্তার, আফসানা বেগম, মো. মোস্তাফিজুর রহমান, সুষমা রাণী, শাহীন আকন্দ, গোলেনুর আক্তার প্রমুখ।
পিঠা উৎসবে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এই পিঠা উৎসবে মহিলা কলেজের ১৬টি, আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ১টি এবং আদর্শ ডিগ্রী কলেজের ১টিসহ মোট ১৮টি স্টল বসানো হয়েছে। পিঠা উৎসবের স্টলগুলোতে প্রায় ১০০ প্রকারের পিঠার পসরা সাজানো হয়েছে।