রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
03 Jan 2025 12:22 am
৭১ভিশন ডেস্ক:- শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে অবস্থিত রোমেনা আফাজ মুক্তমঞ্চে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন প্রগতি এর মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ম্যাক্স মোটেলের নির্বাহী পরিচালক জিএম সাকলায়েন বিটুল।
কদমতলী ঐক্যতান সাংস্কৃতিক সংসদের কোষাধ্যক্ষ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাতরং একাদশের প্রতিষ্ঠাতা পরিচালক আবু হাসান সোহাগ,এএমএস টেকনো ড্রাগস লিমিটেডের ইমরান হোসাইন হিরো। প্রগতি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের পরিচালনায় ও সাধারণ সম্পাদক আবু সাকির বাপ্পির আমন্ত্রণে অনুষ্ঠানে এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সংগঠনের বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আগত দশর্করা মুগ্ধ হয়ে প্রগতির শিল্পীরা গান উপভোগ করেন।