শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 10:56 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার ৯টি ইউনিয়নে কাহালু থানা পুলিশের কঠোর নজরদারিতে শেষ হলো আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা বলা হলে তিনি বলেন, কর্মসূচীর নামে কেউ যদি অরজকতা ও নৈরাজ্য দৃষ্টির চেষ্টা করে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ৯টি ইউনিয়নে আইন-শৃংখলার বিঘœ না ঘটে সেইজন্য আমি ১ জন এস আই সহ পুলিশ ফোর্স পাঠিয়ে ছিলাম এবং তাদেরকে নির্দেশ দিয়েছে কেউ আইন-শৃংখলার অবনতির চেষ্টা করলে তাকে গ্রেফতারের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম ফিরোজ ওয়াহিদ, এস আই নাজমুল হক, এস আই শরিফুল ইসলাম, এস আই খোকন চন্দ্র ভৌমিক সহ এ এস আই ও পুলিশের সদস্যবৃন্দ।