শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
30 Dec 2024 02:15 am
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ইট ভাটার জমির পত্তনের টাকা নিয়ে জমির মালিকের সাথে বাকবিতন্ডা, প্রতিপক্ষের মারপিটে উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ এর প্রভাষক শরিফুল ইসলাম শরিফ ও তার ছোট ভাই আরিফ সরকার গুরুতর আহত।
জানা যায়, শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ এর প্রভাষক শরিফুল ইসলাম শরিফ পৌর এলাকার ভূরঘাটা এলাকায় এম.এস.বি মার্কা নামে ইট ভাটা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পরিচালনা করে আসছে। হঠাৎ করে গতকাল শনিবার বিকাল ৩টার দিকে ভূরঘাটা গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে ফুল মিয়া, তার ছেলে আশরাফ হোসেন ও তোতা মিয়া সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে অতর্কিত ভাবে ভাটায় এসে হামলা চালায়। এসময় উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ এর প্রভাষক শরিফুল ইসলাম শরিফ ও তার ছোট ভাই আরিফ সরকার গুরুতর আহত। বর্তমানে তারা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শরিফুল ইসলাম সরকার বলেন, ভাটার এরিয়ায় ফুল মিয়ার ১৩ শতক জমি রয়েছে। প্রতি বছর ৭ হাজার টাকা করে জমির সন পত্তনের টাকা পরিশোধ করা হয়েছে।
কিন্তু হঠাৎ করে তারা মোটা অংকের টাকা দাবী করলে তাদের কথায় কোন কর্ণপাত না করার কারণে উত্তেজিত হয়ে তারা আমাকে ও আমার ছোট ভাইয়ের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করে। প্রতিপক্ষ ফুল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, বিষয়টি আমি জেনেছি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাজু মিয়া