শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 11:52 pm
৭১ভিশন ডেস্ক: ঢাকা- ১১ ফেব্রুয়ারী, শনিবার,২০২৩ গত ২৮ নভেম্বর, ২০২২ ইং তারিখে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় পার্টি, সাতক্ষীরা জেলা শাখার এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব এড. মোঃ মুজিবুল হক চুন্নু এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁঞা, সৈয়দ দিদার বখ্ত এবং আলমগীর সিকদার লোটন।
সম্মেলনে আগত কাউন্সিলর ও ডেলিগেটগণ সর্বসম্মতিতে জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদে আলহাজ¦ শেখ আজহার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আশরাফুজ্জামান আশু’র নাম প্রস্তাব করেন।
উপরোক্ত প্রস্তাবনার আলোকে গত ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং মহাসচিব এড. মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশে আলহাজ¦ শেখ আজহার হোসেন’কে সভাপতি এবং মোঃ আশরাফুজ্জামান আশু’কে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টি, সাতক্ষীরা জেলার ১১১ (একশত এগারো) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।