শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:50 pm
ছয়টি আসনের উপনির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারে থাকলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না, অনির্বাচিত সরকার আনতে হবে। আমার প্রশ্ন, এই যে ছয়টি উপনির্বাচন অনুষ্ঠিত হলো, এগুলো নিয়ে তো কেউ একটি কথাও বলতে পারেনি। বাংলাদেশের একজন মানুষও কি এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পেরেছে? পারেনি। এমন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যে হয়েছে, সেটাই কি প্রমাণ করে না নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষভাবেই নির্বাচন অনুষ্ঠিত করার সক্ষমতা রাখে? সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না।
সংসদ নেতা বলেন, আমার জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। আজকে আমরা মানুষের ভাতের অধিকার যেমন নিশ্চিত করেছি, তেমনি ভোটের অধিকারও নিশ্চিত করেছি, এটাই বাস্তব।
শেখ হাসিনা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। অব্যাহতভাবে গণতন্ত্র আছে বলেই আজ দেশের উন্নতিটা মানুষের কাছে দৃশ্যমান।
পিএনএস