শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:52 pm
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার মূল্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি। শীতকালীন দলবদলের শেষ দিনে ১২ কোটি ১০ লাখ ইউরোয় পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে দ্য ব্লুজ শিবিরে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান এই খেলোয়াড়।
এরই মধ্যে চেলসির হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন এনজো ফার্নান্দেজ। নিজে যেমন গোল করতে পারেননি, তেমনিভাবে চেলসিও পায়নি জয়ের দেখা। ফলে নিষ্প্রাণ ড্রয়ে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে তারা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের মুখোমুখি হয়েছিল চেলসি। বল দখলের লড়াইয়েও ছিল চেলসির রাজত্ব। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। কিন্তু গোলের মুখ দেখেনি চেলসি। ফলে তাদের ১৫টি শটের মধ্যে মাত্র ৩টি শট ছিল অনটার্গেটে।
অন্যদিকে ৩৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখলেও ফুলহাম ১৪টি শট নেয় চেলসির জালে। যার মধ্যে ৪টি শট ছিল অনটার্গেটে। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে কোনো গোলই দিতে পারেনি তারা। ফলে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্র-তে।