রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
23 Dec 2024 08:39 pm
ঘোড়াঘাট,দিনাজপুর,প্রতিনিধিঃ ঘোড়াঘাটে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করে। এমন উৎসবে এলকার লোকজন পিঠা মেলা দেখতে হুমরী খেয়ে পরে। বিশেষ করে শিশু ও নারীদের আগমন এতটাই বেশী ছিল যে, পিঠা উৎসব প্রাজ্ঞনে তীল ধারনের ঠাই ছিল না। শনিবার দিনব্যাপি এই পিঠা উৎসবের আয়োজন করে ঘোড়াঘাট ট্যালেন্ট প্রী-ক্যাডেট স্কুল।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান সভাপতি আরব আলী দেওয়ানের অক্লান্ত পরিশ্রমের ফসল শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় ৬শর বেশি ছাত্র ছাত্রী লেখা পড়া করছে। প্রধান শিক্ষক ফিরোজ কাদির বলেন বর্তমান প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতেই এই পিঠার আয়োজন ।
সহকারী শিক্ষক আমজাদ হোসেন বলেন এই প্রথম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, উৎসবকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার আশা করছি। সহকারী শিক্ষিকা আয়েশা খাতুন বলেন পিঠা উৎসবে শত শত নারী পুরুষ ও শিশুদের আগমন দেখে আমরা ভীষনভাবে অনুপ্রানিত হয়েছি,আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চত্তর কানায় কানায় ভরে যায়। উল্খ্যে পিঠা উৎসবে ৮টি ষ্টলে প্রায় অর্ধশত প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। জানা যায় মেলায় আসা দর্শনার্থীরা প্রায় সব পিঠাই ক্রয় করে নিয়ে যান।
শাহ আলম,ঘোড়াঘাট,